নয়াদিল্লিঃ পাহাড় (Hills) হোক কিংবা সমুদ্রের (Sea) পাড়, আর সাধারণ রাস্তা হলে তো কথাই নেই, যত্রতত্র প্লাস্টিক (Plastic)পড়ে থাকা চল ভারতে প্রায় সব রাজ্যেই দেখা যায়। এর জেরে পরিবেশের যে কত ক্ষতি হয়ে চলেছে রোজ, সেই সম্বন্ধে এখনও পর্যন্ত মানুষের মধ্যে সচেতনতা আনা যায়নি। আর এবার প্লাস্টিকের ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ করল কেরল হাইকোর্ট। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক অর্থাৎ সিঙ্গল–ইউজ় প্লাস্টিক ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে আদালত। একটি স্বতঃপ্রণোদিত মামলার রায়দানে এই নির্দেশ দেয় ইকোর্টের বিচারপতি বেচু কুরিয়ান টমাস ও পি গোপীনাথের ডিভিশন বেঞ্চ।
প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা, আগামী অক্টোবর থেকে চালু নয়া নিয়ম
এক্ষেত্রে বিচারপতি টমাস ও গোপীনাথের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, খাবারের প্যাকেট, খাবারের প্লেট, কাপ, কন্টেনার জাতীয় জিনিস যেগুলো সিঙ্গল ইউজ প্লাস্টিক হিসেবে ব্যবহার করা হয় তা আর ব্যবহার করা যাবে না। বিশেষ করে, পর্যটনকেন্দ্রে এই ধরনের জিনিস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি থাকবে। পাশাপাশি কোনও অনুষ্ঠান বাড়ির ক্ষেত্রেও এই এক নিয়ম জারি থাকবে। এছাড়া রেস্তোরাঁ বা কোনও অডিটোরিয়ামেও ব্যবহার করা যাবে না এই ধরনের প্লাস্টিকের জিনিস। আগামী ২ অক্টোবর থেকে লাগু হবে এই নিয়ম।
প্লাস্টিকের প্লেটে খাবার খাওয়া অতীত! এই রাজ্যে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার
Kerala HC bans single-use plastics from Oct 2, declaring a clean environment a fundamental right. Calls for a shift to a circular economy & collective action against plastic pollution.
Read more : https://t.co/K8iBcZ4F6g pic.twitter.com/PcW7qqcnlf
— Renji Amballoor (@renjiamballoor) June 22, 2025