কোচি, ৪ নভেম্বরঃ কেরলের (Kerala) জনপ্রিয় ফুড ব্লগার (Food Vlogger) রাহুল এন কুট্টির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শনিবার কোচিতে (Kochi) নিজের বাসভবন থেকেই রাহুলের ঝুলন্ত দেহ উদ্ধার করে তাঁর পরিবার। তড়িঘড়ি পরিবার এবং বন্ধুরা মিলে দেহ নামিয়ে হাসপাতাল নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা রাহুললে মৃত বলে জানিয়ে দেন। কেরলে ফুড ব্লগারের আকস্মিক মৃত্যুতে (Kerala Food Vlogger Found Death) চাঞ্চল্য নেটমাধ্যমে।
এরপর হাসপাতালে থেকেই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সূত্রে খবর, 'ইট কোচি ইট' (Eat Kochi Eat) নামে একটি ফুড ব্লগিং চ্যালেন চালাতেন রাহুল। যেখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিত্য নতুন খাবার দোকানের খোঁজ করতেন এবং সেখানকার খাবার সম্বন্ধে নিজের সাবস্ক্রাইবারদের তথ্য দিতেন ওই ইউটিউবার। ইউটিউবে রয়েছে তাঁর ৭৬ হাজার সাবস্ক্রাইবার।
গতকালও নিজের ইউটিউব চ্যালেন 'ইট কোচি ইট'-এ নতুন ভিডিয়ো আপলোড করেছেন রাহুল। আর আজ তাঁর মৃত্যু সংবাদ। অনুরাগীরা তাঁর এমন আকস্মিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না। আজ শনিবার ইট কোচি ইট-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে রাহুলের মৃত্যু সংবাদ জানানো হয়েছে। যেখানে লেখা, 'আপনাদের সকলের প্রিয় রাহুল এন কুট্টির মৃত্যু সংবাদ জানতে গিয়ে আমরা অত্যন্ত বিধ্বস্ত অনুভব করছি। তাঁর আত্মার শান্তি কামনা করুন। এই কঠিন সময়ে তাঁর পরিবারের জন্যে প্রার্থনা করবেন'।