প্রতীকী ছবি (Photo Credit: ANI)

চার বছর আগে করা ধর্ষণ এবং খুনের জন্যে অবশেষে শাস্তি মিলল দুই অপরাধীর। শুক্রবার কেরালার একটি আদালত লাটভিয়ান পর্যটককে ধর্ষণ এবং হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ গ্রহণ করেছে আদালত।

পুলিশ সূত্রে খবর, দোষী দুই ব্যক্তির নাম উদায়ুকুমার এবং উমেশ। চার বছর আছে লাটভিয়ার (Latvia) এক ৩৩ বছরের মহিলা পর্যটককে মাদক খাইয়ে ধর্ষণ এবং খুন করে তারা। চুনা পাথরের খনিতে হঠাৎই ধস, নিহত ৭, উদ্ধার কাজ চলছে

২০১৮ সালের ১৪ মার্চ কেরালার ভারকোলা থেকে হঠাৎ গায়েব হয়ে যান ওই পর্যটক। দীর্ঘ ৩৩ দিন পর ২০ এপ্রিল পুলিশ উদ্ধার করে লাটভিয়ার (Latvia) ওই মহিলা পর্যটককের মৃত দেহ। হত্যার প্রায় এক মাস পর খুঁজে পাওয়া যায় মৃত দেহটি। ফলে তদন্তে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে পুলিশকে। তবে হাল ছাড়েননি তারা। বহু চেষ্টার পর অবশেষে খোঁজ মেলে দুই অপরাধীর। কেরালা হাইকোর্ট শুক্রবার তাদের দোষী সাব্যস্ত করে। ধর্ষণ, খুনের পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রমান লোপাটেরও অভিযোগ রয়েছে।