প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

থিরুভানান্থাপুরাম, ১৭ মার্চঃ মায়ের বুকের দুগ্ধ পান করতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল একরত্তি শিশুর। অবসাদে কুয়োয় ঝাঁপ দেয় মা। বুধবার কেরালার ইদুক্কি জেলায় সদ্যজাত সন্তানের মৃত্যু হয়। সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করতে পারেননি মা। তাই বড় ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ দেন মহিলা। বৃহস্পতিবার মা এবং ছেলে উভয়েরই মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতা মহিলার নাম লিজা (৩৮)। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাত তাঁদের বাড়ির কাছের একটি কুয়ো থেকে লিজা এবং তাঁর বড় ছেলে বেন টমের (৭) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ চিকিৎসার জন্যে ১০০০০ টাকা ঘুষের দাবি, মায়ের গর্ভেই মৃত্যু হল সন্তানের

জানা গিয়েছে, দুবছর আগে লিজা তাঁর আরও একটি সন্তানকে হারিয়েছিলেন। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছিল তাঁর দ্বিতীয় সন্তানের। তারপর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন লিজা। তৃতীয়বার আবারও মা হন ৩৮ বছরের লিজা। কিন্তু সেই সন্তানের মৃত্যু তাঁকে আরও অবসাদে ঠেলে দেয়। বুধবার শিশুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সকলের চোখের আড়ালে বড় ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান লিজা। অনেকক্ষণ বাড়িতে তাঁদের দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে একটি কুয়ো থেকে উদ্ধার হয় লিজা এবং তাঁর ৭ বছরের ছেলের মরদেহ।