যুদ্ধ ক্ষেত্রে স্বামী, বাড়িতে উদ্বেগের প্রহর গুনছেন স্ত্রী। সেই থেকেই শুরু… পেশায় সৈন্য স্বামীর মঙ্গল কামনায় স্ত্রীরা একটি বিশেষ উপবাস ব্রত পালন করতেন কার্তিক মাসের প্রথম পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে। এটিই হল করবা চৌথের ব্রত।প্রাথমিক স্তরে এই ব্রত মূলত সৈন্যদের স্ত্রীদের জন্য হলেও পরবর্তীতে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে হিন্দু পরিবারের প্রতিটা ঘরে ঘরে। ২০২৫ সালে এই ব্রত পড়েছে আজ ১০ই অক্টোবর।তবে সন্ধ্যাবেলা চন্দ্র উদয় হলেই শুরু হবে এই ব্রতের পুজার্চ্চনা।   এই বছরও সার্বিক ভাবে বিবাহিত মহিলারা এই ব্রত পালন করবেন স্বামীর মঙ্গলের জন্য।তবে ব্রত পালনের সঙ্গে সঙ্গে স্বামী অথবা স্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুলবেন না।

Karwa Chauth Wishes In Bengali

Karwa Chauth 2025, Karwa Chauth, করবা চৌথ ,করবা চউথ,করওয়া চউথ, করবা চৌথ ২০২৫, করবা চৌথ এর শুভেচ্ছা বার্তা, করবা চৌথ এর ছবি,