নয়াদিল্লিঃ স্বামীর সঙ্গে মিলে ভাইকে খুন দিদির। ‘পরিবারের সম্মান রক্ষার জন্য’ এইচআইভি পজিটিভ (HIV Positive) ভাইকে শ্বাসরোধ করে খুন (Murder) বলে দাবি অভিযুক্ত দিদির। ইতিমধ্যেই খুনের দায়ে যুবকের দিদিকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের জামাইবাবুকে খুঁজছে পুলিশ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিত্রদুর্গ এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম মল্লিকার্জুন। বয়স ২৩। চিত্রদুর্গের হোলালকেরে এলাকার ডুম্মি গ্রামের বাসিন্দা মল্লিকার্জুন। বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। ওই যুবক এইচআইভি পজিটিভ তা জানার পরই তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করে দিদি নিশা ও জামাইবাবু মঞ্জুনাথ। মাঝে মধ্যেই বেঙ্গালুরু থেকে গ্রামের বাড়িতে যেতেন মল্লিকার্জুন। গত ২৩ জুলাই এক বন্ধুর গাড়িতে চেপে গ্রামে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় আহত হন মল্লিকার্জুন এবং তাঁর বন্ধু। চিত্রদুর্গের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের কথা ছিল মল্লিকার্জুনের। অস্ত্রোপচারের আগে রক্তপরীক্ষায় ধরা পড়ে মল্লিকার্জুন এইচআইভি আক্রান্ত। তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপরই ছেলেকে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার জন্য মেয়ে জামাইকে অনুরোধ জানান মল্লিকার্জুনের বাবা নাগারাজাপ্পা।
ভাইকে খুন দিদি জামাইবাবুর, গ্রেফতার ১
গত ২৫ জুলাই নিশা বাবাকে জানায় মল্লিকার্জুনকে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছে সে ও তার স্বামী। কিন্তু মল্লিকার্জুনের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরে তারা। নিশা জানায়, পথেই মৃত্যু হয়েছে ভাইয়ের। কিন্তু সন্দেহ হয় নাগারাজাপ্পার। মেয়েকে চেপে ধরতে নিশা জানায়, ভাইয়ের এইচআইভি আক্রান্ত হওয়ার খবর জানাজানি হলে পরিবারের সম্মানহানি হবে তাই তাকে শ্বাসরোধ করে খুন করে সে। এছাড়া ভাইয়ের থেকে এই রোগ বাবা-মায়ের শরীরে সংক্রামিত হতে পারে বলেও আশঙ্কা করেছিল নিশা, এরপরই ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে। গোটা ঘটনা জেনে মেয়ে নিশা ও মঞ্জুনাথের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নাগারাজাপ্পা। সেই অভিযোগের ভিত্তিতে নিশাকে গ্রেফতার করে পুলিশ। এখনও অধরা মঞ্জুনাথ।
‘পরিবারের সম্মান রক্ষার জন্য’ এইচআইভি আক্রান্ত ভাইকে খুন দিদি জামাইবাবুর
Karnataka Woman Strangles Brother To Death After He Tests HIV Positive: Cops https://t.co/QMI0gR1Wr5 pic.twitter.com/orCP1fUS04
— NDTV (@ndtv) July 28, 2025