নয়া দিল্লি, ১৫ অক্টোবরঃ দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (Jawaharlal Nehru University) ক্যাম্পাসের কাছে বাইক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু। আহত আরও তিন পড়ুয়া। রবিবার সাত সকালে ক্যাম্পাসের কাছে ঘটে যাওয়া দুর্ঘটনায় শোরগোল। মৃত ছাত্র এবং তাঁর বন্ধু এদিন সকাল সকাল কেটিএম বাইক নিয়ে ক্যাম্পাসের বাইরে ঘুরতে বেরিয়েছিলেন। রাস্তায় আচমকা সামনে থেকে আসা অপর দুই পড়ুয়াকে ধাক্কা মারে তাঁদের বাইক। নিয়ন্ত্রণ হারিয়েই এই ধাক্কা। ছটকে পড়েন সকলে।
আরও পড়ুনঃ অ্যাসিড ঢালা মুখ, দেবীপক্ষে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার মালদায়
পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম অংশু কুমার (২২)। বিহারের গয়া নিবাসী অংশু রাশিয়া ভাষা নিয়ে স্নাতক স্তরে জেএনইউ-তে ভর্তি হয়েছিলেন। কজেল হস্টেলে থেকেই পড়াশোনা চালাচ্ছিলেন তিনি। বাইক দুর্ঘটনায় প্রথম বর্ষের ছাত্রের বেঘোরে মৃত্যু হল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এইমস ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয় আহত চারজনকেই। কিন্তু হাসপাতালে পৌঁছতে পৌঁছতে আংশুর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। বাইকের পিছনে বসা মৃতের বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক।
অন্যদিকে আরও দুই পড়ুয়া শচিন শর্মা, এবং মৃগাঙ্ক যাদবের চিকিৎসা চলছে হাসপাতালে। শচিন এবং মৃগাঙ্ক উভয়েই জেএনইউ থেকে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন। শচিনের শারীরিক অবস্থাও বেশ সংকটজনক বলে জানিয়েছে পুলিশ। তবে মৃগাঙ্ক চিকিৎসায় অনেকটা স্থিতিশীল।