রাঁচি, ২৭ এপ্রিলঃ স্কুল যাওয়ার পথে উলটে গেল পড়ুয়া বোঝাই বাস। শনিবার সকালে ঝাড়খণ্ডের রাঁচিতে মান্দার এলাকায় সেন্ট মারিয়া স্কুলে যাওয়ার পথে স্কুল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে উলটে যায় স্কুল বাসটি। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময়ে স্কুল বাসে ৩০ জন পড়ুয়া ছিল। তাঁদের মধ্যে অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছয় পুলিশ। আহত পড়ুয়াদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর চোট লেগেছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাঁকে। বাকি পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ চলন্ত বাসে লাগলো আগুন! আতঙ্কে বাস থেকে পালালেন যাত্রীরা, দেখুন ভিডিও
দুর্ঘটনা প্রসঙ্গে এক পড়ুয়ার অভিভাবক পুলিশকে জানায়, স্কুল বাস এদিন ৪৫ মিনিট দেরিতে চলছিল। ফলে তাড়ায় ছিলেন চালক। পড়ুয়াদের সময়ের মধ্যে স্কুলে পৌঁছে দেওয়ার জন্যে বাসের গতি বাড়িয়ে ছোটাতে শুরু করেন তিনি। এমন সময়ে চালকের ফোন বেজে ওঠে। ফোনে কথা বলতে বলতে দ্রুত গতিতে বাস চালানোর জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলেই অভিযোগ করেন ওই অভিভাবক।
অন্যদিকে দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় চালক। অভিযুক্ত চালকের খোঁজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখে দুর্ঘটনার সঠিক কারণের সন্ধান চালাচ্ছে পুলিশ।