গিরিডি, ৩০ ডিসেম্বরঃ দুধের শিশুর গলা টিপে খুনের অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে (Mother Killed Son)। জানা যাচ্ছে, ফোনে কথা বলাকালীন ছেলের কান্না সহ্য করতে না পেরে এমন কাণ্ড ঘটিয়েছেন ওই মহিলা। ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি জেলায় মায়ের হাতে খুন হয়েছে ২ বছরের ছেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম আফসানা খাতুন। স্বামীর সঙ্গে ঝগড়া করে ছোট ছেলেকে নিয়ে ঘরে ঢুকে দরজা দিয়েছিলেন তিনি। ঘরে ফোনে কথা বলছিলেন কারুর সঙ্গে। সেই সময়ে ছেলে কান্না শুরু করলে কান্না থামানোর বদলে খুদের গলা টিপে ধরেন তিনি। ওই অবস্থাতেই ঘরে পড়ে থাকে দুধের শিশুর দেহ। রাতে স্বামীকে ঘরে শোওয়ার জন্যে ডাকেন স্ত্রী। স্বামী ঘরে ঢুকে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ছেলে। সঙ্গে সঙ্গে একরত্তি ছেলেকে নিয়ে হাসপাতালে ছোটেন বাবা। চিকিৎসকরা জানান, খুদে আর বেঁচে নেই।
কোলের সন্তানকে খুনের অপরাধে পুলিশ গ্রেফতার করেছে মাকে। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছেন আফসানা। পুলিশকে মহিলা জানান, খুনের কোন উদ্দেশ তাঁর ছিল না। তাঁর দাবি, ছেলের কান্নায় বিরক্ত হয়ে তাকে বিছানা থেকে ঠেলে ফেলে দেন তিনি। বিছানা থেকে নীচে পড়ে কোন কারণে চোট পেয়ে মারা গিয়েছে সে।
খুদের দেহ অটোপসি-র জন্যে পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।