নয়াদিল্লিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিয়ে আপত্তিকর মন্তব্য। সাত বছর পর কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) সমন পাঠালো ঝাড়খণ্ড আদালত। আগামী ৬ অগস্ট আদালতে হাজিরা দিতে হবে কংগ্রেস সাংসদকে, এমনটাই নির্দেশ চাইবাসা আদালতের। জানা গিয়েছে, ২০১৮ সালে অমিত শাহের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেন রাহুল। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী নন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন শাহ। একজন খুনী কীভাবে সর্বভারতীয় সভাপতি ছিলেন? এমনই মন্তব্য করেন রাহুল। এরপরই রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেন চাইবাসা এলাকার বিজেপি নেতা প্রতাপ কুমার।
অমিত শাহকে 'খুনী' বলার অভিযোগ, ৮ বছর পর রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত
আগেই এই মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করা হয়। কিন্তু সেই ওয়ারেন্টে স্থগিতাদেশ দেয় আদালত। এই মামলার পরবর্তী শুনানির পর আর রাহুল গান্ধীকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দেয় আদালত। এই মামলার শুনানি জন্যই আগামী ৬ অগস্ট আদালতে হাজিরা দিতে বলা হয়েছে কংগ্রেস যুবরাজকে। আইনজীবী বিনোদ কুমার সাহু জানিয়েছেন, অমিত শাহের বিরুদ্ধে ওই ধরনের মন্তব্য করার পরই রাহুল গান্ধীকে আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু তার কোনও জবাব দেননি কংগ্রেস নেতা। এরপরই তাঁর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হয়।
অমিত শাহে 'খুনী' বলার অভিযোগ, ৮ বছর পর রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত
Jharkhand Court Summons Rahul Gandhi On Aug 6 For Remark Against Amit Shahhttps://t.co/CSZjzGEG3K pic.twitter.com/23lpf0S8eT
— NDTV (@ndtv) June 11, 2025