নয়াদিল্লিঃ ঝাড়খণ্ড এটিএস (Jharkhand ATS) এবং রাঁচি (Ranchi) পুলিশের যৌথ অভিযানে বড় সাফল্য। রাঁচি থেকে গ্রেফতার আইসআইএস জঙ্গি। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম আশার দানিশ। পেটওয়ারের বাসিন্দা। আইএসআইএস জঙ্গিদের সঙ্গে যোগাযোগের সন্দেহে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তার উপর নজর রাখছিলেন তদন্তকারীরা অফিসারার। অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, আজ়হার দানিশের নামে দিল্লিতে একটি মামলা দায়ের হয়। সেই মামলার সূত্রেই তার খোঁজ শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে সম্ভাব্য জঙ্গি যোগের তথ্যও। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের রাঁচির ইসলামনগরে অভিযান চালায় দিল্লি, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ টিম। সেখান থেকেই ধরা পড়ে দানিশ।
দেশে ফের নাশকতার ছক? রাঁচি থেকে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি
Delhi Special Police, in a joint operation with Jharkhand ATS and Ranchi Police, arrested a suspected ISIS terrorist, Asher Danish, from Islamnagar, Ranchi. Danish, a resident of Petwar in Bokaro district, was wanted in connection with a case registered in Delhi. The suspect is… pic.twitter.com/zomXrS2j0N
— IANS (@ians_india) September 10, 2025