নয়াদিল্লিঃ সোনার দোকানে (Gold Shop) ডাকাতির (Robbery) চেষ্টা। মালিককে গুলি করে খুন করল আততায়ীরা। গুরুতর আহত আর এক কর্মচারী। ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটের সচিন এলাকার 'শ্রী নাথজি জুয়েলারি' নামে একটি সোনার দোকানে। সোমবার রাত ৮.৪০ নাগাদ আচমকাই দোকানে হানা দেয় চার বন্দুকবাজ। মাথায় বন্দুক ঠেকিয়ে শুরু হয় লুটপাট। সমস্ত গয়না লুট করে পালানোর সময় তাঁদের আটকানোর চেষ্টা করেন দোকানে মালিক আশিস ভাই। সেই সময়ই তাঁকে গুলি করে হত্যা করে ডাকাতেরা। আশিস ভাইকে বাঁচাতে গিয়ে আহত হন দোকানের এক কর্মচারী।
সোনার দোকানে ডাকাতি, খুন দোকানের মালিক
গুলির শব্দে ছুটে আসেন আশেপাশের দোকানদারেরা। তাঁরাই ধরে ফেলেন ওই চার আততায়ীর মধ্যে একজনকে। এরপর ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পালিয়ে যায় বাকি তিনজন। অন্যদিকে আশিস ভাইয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার করা হয়েছে দোকানের বাইরের সিসিটভি ফুটেজ। ওই ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। পুলিশে অনুমান, বেশ কয়েকদিন ধরেই ওই দোকানের আশেপাশে ঘুরে গোটা পরিকল্পনা সাজায় ওই চার আততায়ী।
ডাকাতি করতে এসে দোকানের মালিককে খুন, পুলিশের জালে চার আততায়ী
Surat Shocker: Jewellery Shop Owner Shot Dead During Robbery Attempt in Gujarat's Sachin Area, 1 Nabbed; Manhunt Launched for 3 Accused (Watch Video)#Surat #Gujarat #JewelleryShop #Robbery
— LatestLY (@latestly) July 8, 2025
Read: https://t.co/Iz2pSVoDRt
— LatestLY (@latestly) July 8, 2025