বলিউড ছেড়ে দক্ষিণী ছবিতে পাড়ি দিয়েছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দেবারা পার্ট ওয়ান (Devara Part 1)। সম্প্রতি মুক্তি পেয়েছিল ছবির একটি টিজার। যেখানে অবশ্য জুনিয়র এনটিআর (JR NTR) ছাড়া আর কাউকেই দেখা যায়নি। তবে এখানে মুখ্য নায়িকা চরিত্রে জাহ্নবী অভিনয় করছে তা বলার অবকাশ রাখে না।
কিছুদিন আগেই দেবারার টিম গোয়াতে শুটিং করছিল। ছিলেন জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুরের মতো তারকারা। সেই শুটিং শেষ হল গত সোমবার। আর সেই সঙ্গে জাহ্নবীরও ছবিতে অভিনয়ের কাজ শেষ হয়েছে। শেষদিনে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন শ্রীদেবী কন্যা। পাশাপাশি এও জানিয়েছেন যে, এই ছবির দ্বিতীয় পর্বেও থাকতে চলেছেন জাহ্নবী।
#JanhviKapoor wraps Goa schedule of Jr NTR starrer Devara: Part 1: “Can’t wait to come back and be Thangam again”#Devara #DevaraPart1 https://t.co/nF8XPfqOWz
— BollyHungama (@Bollyhungama) March 26, 2024
প্রসঙ্গত, দেবারাতে ভিলেনের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। যদিও তাঁর শুটিং শেষ হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১০ অক্টোবর। পরিচালনা করছেন কোরাতালা শিবা। আরআরআর-এর পর জুনিয়র এনটিআরের দেবারা পরবর্তী ছবি হতে চলেছে।