
নয়াদিল্লিঃ গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর থেকেই শিরোনামে জম্মু কাশ্মীর। পহেলগাঁও জঙ্গিহানা পরবর্তী ভারত-পাক সংঘাতের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু কাশ্মীর। ওপার থেকে ছোড়া পাক সেনার গুলিতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা। লাগাতার শেলিংয়ে প্রাণ হারিয়েছে সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। আজ, ২১ মে পাক সেনার গুলিতে নিহত নিরীহ বাসিন্দাদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। জম্মু কাশ্মীরের পুঞ্চ পরিদর্শন করেন মনোজ।
সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে কাশ্মীরের উপরাজ্যপাল
এদিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তিনি বলেন, " পাকিস্তানের গোলাবর্ষণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই। পাক সেনার গুলিতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন তাঁদের চিকিৎসার ব্যবস্থা করেছে। প্রাণহানির ক্ষতি পূরণের চেষ্টা করা হচ্ছে। কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকার মানুষদের পুনর্বাসন দিয়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় গুলিতে নিহতদের মধ্যে একজনের নিকটাত্মীয়কে একটি সরকারি চাকরি দেওয়ার পরিকল্পনা চলছে। প্রচুর পরিমাণে বাঙ্কার তৈরির কথা চলছে। যেকোনও ধরনের জরুরি পরিষেবার জন্য পুঞ্চ হাসপাতালের কাঠামোকে উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
পাক সেনার গুলিতে ফাঁকা সীমান্তবর্তী গ্রাম, নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ কাশ্মীরের উপরাজ্যপালের
#WATCH | Poonch | J&K LG Manoj Sinha visits families affected by Pakistan shelling
He says, "I pay homage to those who lost their lives in shelling by Pakistan... Multiple people were injured and J&K arranged for their immediate treatment... Efforts are being made to compensate… pic.twitter.com/rp3fIl2UBl
— ANI (@ANI) May 21, 2025