আগামী কয়েকদিন মধ্যেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগেই বিভিন্ন এলাকা থেকে উদ্ধার টাকা, বেনামি সোনা, রুপো। এবার জলগাঁও (Jalgapn) থেকে উদ্ধার কমপক্ষে ৫ কোটি টাকার সোনা ও রুপো। জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে এদিন জলগাঁও শহর এলাকায় নাকাচেকিং শুরু করে রাজ্য পুলিশ। সেই সময়ই একটি গাড়ি থেকে উদ্ধার হয় ৫ কোটি ৫৯ লক্ষ টাকার সোনা ও রুপো। পুলিশসূত্রে খবর, গাড়ির চালকের থেকে এই অলঙ্কারের কোনও সঠিক হিসাব দিতে পারেননি গাড়ির চালক। তাই সেটি বাজেয়াপ্ত করেছে জলগাঁও পুলিশ ও স্থানীয় ক্রাইমব্রাঞ্চ। সোনাগুলি কোথা থেকে কোথায় যাচ্ছিল, সেই প্রশ্ন জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।