নদীতে ভাসছে বাস (ছবিঃANI)

নয়াদিল্লিঃ টানা বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত উপত্যকা। এরই মাঝে জম্মু কাশ্মীরে (Jammu Kashmir)ভয়াবহ দুর্ঘটনা(Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদীতে পড়ল আইটিবিপি জওয়ানদের বাস। যদিও দুর্ঘটনার সময় বাসে কোনও জওয়ান উপস্থিত ছিলেন না। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন চালক। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে খবর। দুর্ঘটনাগ্রস্ত বাস্টিকে উদ্ধারের কাজ চলছে।

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল বাস, জলের তোড়ে ভেসে গেল আগ্নেয়াস্ত্র

বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের গান্দেরবাল জেলার কুল্লানে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদীতে পড়ে যায় হলুদ রঙের ওই বাসটি। রাস্তাএ বাঁক নেওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, এদিন ভোরবেলা আইটিবিপি জওয়ানদের আনতে যাচ্ছিল বাসটি। পথে এই দুর্ঘটনা ঘটে। কোনওরকমে বাসের জানালা থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন চালক। তবে এই দুর্ঘটনার জেরে জলে তোড়ে ভেসে গিয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছে এসডিআরএফ ও অন্যান্য উদ্ধারকারী দল। এখনও পর্যন্ত তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর। এখনও জারি উদ্ধারকার্য। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধাররে কাজ চলছে।

জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, সিন্ধু নদীতে পড়ল জওয়ানদের বাস