নয়াদিল্লিঃ কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে সহপাঠীদের নগ্ন ছবি বানানোর অভিযোগ উঠল ইঞ্জিনিয়ারিং পড়য়ার বিরুদ্ধে। ওই পড়ুয়ার কাছ থেকে উদ্ধার ১ হাজারের বেশি নগ্ন ছবি ও ভিডিয়ো। অভিযোগ সামনে আসায় ওই পড়ূয়াকে বরখাস্তের সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষের।জানা গিয়েছে, অভিযুক্ত পড়ুয়ার বাড়ি বিলাসপুরে। রায়পুরের একটি কলেজে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সে। কলেজ সূত্রে খবর, আগেই তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৩৬ জন ছাত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে প্রশাসন। ছাত্রের রুমে হানা দেয় তদন্ত কমিটি। খতিয়ে দেখা হয় ওই ছাত্রের ফোন এবং ল্যাপটপ। বাজেয়াপ্ত করা হয় পেন ড্রাইভও। এরপর সে সব খতিয়ে দেখে প্রায় হাজার খানেক নগ্ন ছবি ও ভিডিয়ো উদ্ধার করা হয়েছে। সেগুলি এআই দ্বারা এডিট করা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই ছবিগুলি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়েছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রার অধ্যাপক শ্রীনিবাস জানিয়েছেন, কোনও ব্যক্তিগত তথ্য যাতে ফাঁস না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে। এছাড়া অভিযোগকারী ছাত্রীদের পরিবারের সঙ্গেও কথা বলা হয়েছে। অন্যদিকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে ওই ছাত্রকে। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
এআই দিয়ে সহপাঠীদের বিকৃত-নগ্ন ছবি এডিট, ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ফোন ঘাঁটতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের
IT Student Uses AI To Create Porn Pics Of 36 Women Students, Suspended https://t.co/dT7iSy4pV7 pic.twitter.com/ESDmPbxbgF
— NDTV (@ndtv) October 8, 2025