গত বুধবারই প্রয়াত হয়েছেন দেশের অন্যতম শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৮৬ বছর বয়সেই প্রয়াত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। এমনকী এর রেশ দেশের বাইরেও পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাঁদের প্রতিনিধি পাঠানো হয়েছিল। এমনকী রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তিনি এদিন এক্স হ্যাণ্ডেলে টুইট করে লেখেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাই, আমি এবং ইজরায়েলবাসী গর্বিত ভারতীয় রতন টাটার মৃত্যুতে শোকাহত। উনি ভারত ও ইজরায়েলের বন্ধুত্বের চ্যাম্পিয়ন ছিলেন। দয়া করে আমার বার্তা রতন টাটার পরবিবারকে জানাবেন।
প্রসঙ্গ, ইজরায়েলের সঙ্গে বর্তমানে সংঘাতে জড়িয়েছে ইরান, লেবাননের মতো দেশগুলির সঙ্গে। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে কেউ ইজরায়েলকে সমর্থন করছে, কেউ আবার ইরান, লেবানন, হামাসের পাশে রয়েছে। তবে এই পরিস্থিতিতে নিরপেক্ষ থাকছে ভারত। ভারত সরকার একেবারে যেমন ইজরায়েলকে সমর্থন করছে না, তেমনই ইরানকেও সমর্থন করছে না। কারণ দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে দিল্লির। বিশেষ করে বিগত কয়েকবছর ধরে ইজরায়েলের সঙ্গে বেশ ভালো সম্পর্কই গড়ে উঠেছে। সেই কারণেই কোনও পক্ষপাতিত্বে যেতে চাইছে না মোদী সরকার।
To my friend, Prime Minister @narendramodi.
I and many in Israel mourn the loss of Ratan Naval Tata, a proud son of India and a champion of the friendship between our two countries. 🇮🇱🇮🇳
Please convey my condolences to Ratan's family.
In sympathy,
Benjamin Netanyahu
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) October 12, 2024