Isha Ambani and Anand Parimal (Photo Credit: Instagram)

মুম্বই, ২০ নভেম্বরঃ আম্বানি পরিবারে এখন খুশির হাওয়া। ঈশা আম্বানি জন্ম দিয়েছেন যমজ সন্তানের (Isha Ambani Baby )। ১৯ নভেম্বর শনিবার ঈশা আম্বানি এবং স্বামী আনন্দ পরিমলের ঘর আলো করে এসেছে যমজ সন্তান। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, একটি পুত্র এবং একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) একমাত্র কন্যা। জানা গিয়েছে মেয়ের নাম রেখেছেন আদিয়া এবং ছেলের নাম রেখেছেন কৃষ্ণা।

২০১৮ সালের ১২ ডিসেম্বর আম্বানি কন্যা ঈশা আম্বানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন 'পরিমল গ্রুপ' এর কর্ণধর অজয় পরিমল এবং স্বাতী পরিমলের পুত্র আনন্দ পরিমল। ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন ঈশা এবং আনন্দ। বন্ধুত্ব থেকে ঈশা আনন্দের সম্পর্ক গড়ায় প্রেমে। দুই পরিবারের মধ্যেও ছিল খুব ভাল সম্পর্ক। সেই সম্পর্ক ২০১৮ সালে আত্মীয়তায় পরিণত হয়।