Pro-Hijab Leader (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২১ অক্টোবর: ইরানের (Iran) হিজাবপন্থী নেতার বিয়ের ভিডিয়ো এবং ছবি ভাইরাল হতে শুরু করেছে। যেখানে আলি খোমেইনি ঘনিষ্ঠ নেতার মেয়ের বিয়ের ছবি ভাইরাল হয়ে যায়। খোমেইনি ঘনিষ্ঠ ওই নেতার মেয়েকে বিয়ে আসরে যেভাবে দেখা যায়, তা নিয়ে নানা সমালোচনা শুরু হয়। খোমেইনি ঘনিষ্ঠ ওই নেতা বিয়ের আসরে সাদা রঙের গাউন পরেন। যে স্ট্র্যাপলেস গাউন পরে খোমেইনি ঘনিষ্ঠ ওই নেতার মেয়ে বিয়ের আসরে হাজির হন, তা থেকেই বিতর্কের সূত্রপাত। সেই সঙ্গে ওই যুবতীর মাথায় কোনও হিজাবও ছিল না। হিজাবপন্থী (Hijab) নেতার মেয়ে কীভাবে বিয়ের আসরে মাথা না ঢেকে হাজির হন, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

২০২৪ সালে খোমেইনি ঘনিষ্ঠ নেতা সামখানির মেয়ের বিয়ের আসর বসে। ২০২৪ সালের ওই বিয়ের ভিডিয়ো বর্তমানে ভাইরাল হতে শুরু করে হু হু করে। যা নিয়ে বহু বিতর্ক শুরু হয় ইরান জুড়ে।

দেখুন খোমেইনি ঘনিষ্ঠ নেতার মেয়ের বিয়ের ভিডিয়ো...

 

২০২২ সালে যখন ইরান জুড়ে হিজাবের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু হয়, সেই সময়  সামখানিকে দেখা যায়, ওই প্রতিবাদের মুখ হতে। হিজাব বিরোধীদের ধরে ধরে পুলিশ, প্রশাসন যখন জেলে ভরতে শুরু করে, সেই সময় সামখানিকে দেখা যায়, নেতৃত্ব দিতে। এবার সেই নেতার মেয়েতে কীভাবে এই ধরনের কাজ করা হয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে জোর কদমে।