বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি: আইপিএলের মেগা নিলামের (IPL 2022 Mega Auction) প্রথম দিনে অবিক্রিত থেকে গেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। আইপিএলের ফাইনালে সেঞ্চুরি করার অনবদ্য রেকর্ড, উইকেটকিপার হিসেবে দেশের সেরা হওয়া সত্ত্বেও ঋদ্ধিকে কিনতে কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাল না। ক দিন আগেই ঋদ্ধি রঞ্জি থেকে সরে দাঁড়া, নির্বাচকদের কাছে টেস্ট দলে ফের সুযোগ না পাওয়ার বার্তা পেয়ে। তবে অবিক্রিত ক্রিকেটারদের নিয়ে কাল ফের হবে নিলাম। ফলে শিলিগুড়ির পাপালির কাছে একটা সুযোগ থাকছে। গত মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তেমন কিছু করতে না পারলে, আইপিএলে ঋদ্ধির পারফরম্যান্স বেশ ভাল।
ঋদ্ধিমানের মত সুরেশ রায়নাও অবিক্রিত থাকলেন। অথচ একটা সময় রায়নাকে ডাকা হত মিস্টার আইপিএল হিসেবে। ধোনি, জাদেজাকে রেখে দিলেও রায়ানকে ছেড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। আইপিএলে চেন্নাই সুপার কিংসের মহাসাফল্যের পিছনে রায়নার ভূমিকা অনেক। অথচ সেই রায়নাই এখন অবিক্রিত। আরও পড়ুন: প্যাট কামিন্স না শ্রেয়স আইয়ার, কে হবেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক?
অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথও অবিক্রিত থাকলেন। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, অজি স্পিনার অ্যাডাম জাম্পা, বাংলাদেশের মহাতারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও অবিক্রিত থাকলেন। উমেশ যাদব, অমিত মিশ্রকেও কোনও ফ্র্যাঞ্চাইজি কিনল না।