কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জে (Kaliyaganj) ১৭ বছরের এক নাবালিকার রহস্যমৃত্যুর (Minor girl death) ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার থানায় ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন লাগানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বুধবার এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বৃহস্পতিবার সকাল থেকেই কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় তাণ্ডবকারীদের খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন করে গুজব ছড়িয়ে যাতে ফের কোনও গণ্ডগোল না হয় তার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিল প্রশাসন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ওই নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া হিংসাত্মক (violence) পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলার (Raiganj Police District) কালিয়াগঞ্জ থানা-সহ সম্পূর্ণ কালিয়াগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকে (Kaliyaganj Community Development Block) আগামী ৩০ এপ্রিল সকাল আটটা পর্যন্ত ইন্টারনেট (Internet) পরিষেবা বন্ধ রাখার (suspended) নির্দেশ দিয়েছে প্রশাসন। আরও পড়ুন: Kaliyaganj Minor Girl Death Case: কালিয়াগঞ্জের নাবালিকা মৃত্যুর ঘটনায় বিস্তারিত পুলিশি রিপোর্ট চাইল হাইকোর্ট, পরবর্তী শুনানি ২ মে
West Bengal | Internet suspended in Kaliyaganj Community Development Block covering PS Kaliyaganj under Raiganj Police District in Uttar Dinajpur till 0800 hours of 30th April, following violence over alleged rape and murder of a girl pic.twitter.com/1QrTytft9j
— ANI (@ANI) April 27, 2023