জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) অ্যাকশন মুডে ভারতীয় সেনা (Indian Army)। মঙ্গল সকাল থেকেউ ভূস্বর্গের একাধিক এলাকায় চলছে জঙ্গি দমন অভিযান। এলাকায় এলাকায় চলছে চিরুনি তল্লাশি। মঙ্গলবার সকাল থেকেই অভিযানে নামে সেনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও জোরদার হয় অভিযান। সূত্রের খবর বর্তমানে চারটি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। সঙ্গে রয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। জানা যাচ্ছে, বিশেষ করে নজর দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরের দক্ষিণের জেলাগুলিতে। পুলওয়ামা, সোপিয়েনে আঁটসাঁট নিরাপত্তা। ঘন জঙ্গলে চলছে তল্লাশি।
কাশ্মীরে সক্রিয় ভারতীয় সেনা, চার জায়গায় চলছে অভিযান
ইতিমধ্যেই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয়েছে সিনথান টপ,কোকেরনা, ডুকসাম, দুশপাথরিসহ কাশ্মীরের ৫০ টি পর্যটনকেন্দ্র। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে ২৫ জন নিরীহ পর্যটকের। সেই পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন স্থানীয় এক ঘোড়া চালক। পর্যটকের নাম ও পরিচয় জেনে বেছে বেছে খুন করা হয়েছে। প্রিয়জনদের চোখের সামনে খুন হয়ে দেখেছেন অনেকে। এই ঘটনায় ফুঁসছে গোটা দেশ। সাতদিন কেটে গেলেও এখনও অধরা পহেলগাঁও গণহত্যা কাণ্ডের মূলচক্রীরা। তাদের খোঁজেই চলছে অভিযান, এমনটাই অনুমান। অন্যদিকে এই জঙ্গি হামলার পরই ভারত-পাকিস্তানের সম্পর্কে নতুন করে আতাত সৃষ্টি হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে করা পদক্ষেপ করেছে ভারত সরকার। পাল্টা বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও। এই আবহে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
কাশ্মীরের ৪ জায়গায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা
Jammu and Kashmir: Intense Counter-Terror Operations Launched Across Multiple Locations Following Pahalgam Terror Attack#JammuandKashmir #PahalgamTerrorAttack #CounterTerrorOperation
— LatestLY (@latestly) April 29, 2025