নয়াদিল্লিঃ স্বাধীনতা দিবসের (Independence Day 2025) আগে জঙ্গি হামলার (Terror Attack)আশঙ্কা। সতর্কবার্তা জারি করল ইন্টেলিজেন্স ব্যুরো(Intelligence Bureau)। সম্ভবত বাংলাদেশের (Bangladesh) কিছু জঙ্গি সংগঠনকে কাজে লাগিয়ে ভারতে হামলার ষড়যন্ত্র করছে পাকিস্তানের (Pakistan) গুপ্তচর সংস্থা আইএসআই, এমটাই গোয়েন্দা সূত্রে খবর। তাই পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্বের বিভিন্ন রাজ্যে জারি সতর্কতা।
গত, ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গি হানার পর থেকেই দেশজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে নজর দেওয়া হয়েছে সীমান্ত এলাকাগুলিতে। কিন্তু তারপরেও হামলার আশঙ্কা করা হচ্ছে। জেএমবি জঙ্গি গোষ্ঠীর দিক থেকে হামলার আশঙ্কা করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এছাড়া হরকত-উল-জিহাদি ইসলামি এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনগুলিও ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। স্বাধীনতার দিবসের আগে এ ধরনের আশঙ্কার সৃষ্টি হওয়ায় নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না সরকার।
উল্লেখ্য, শুক্রাবার মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার ঘটনা সামানে এসেছে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মেঘালয়ে ঢোকার চেষ্টা করছিল তারা, এমনটাই অভিযোগ।
স্বাধীনতা দিবসের আগে জঙ্গি হামলার আশঙ্কা, দেশজুড়ে আঁটসাঁট নিরাপত্তা
Yesterday a group of 4 pistol armed people robbed a place near Rongdangai Village in Meghalaya. They looted people and fled the scene.
Today Police arrested all 4 miscreants from Khonjoy village. Interestingly Bangladesh Police ID was recovered from one of the dacoits. pic.twitter.com/Jn6Pa1oMPX
— The_anonymous_wave (@anonymouswave1) August 9, 2025