Accident Representative Photo (File image)

নয়াদিল্লিঃ বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের (Maharashtra)পুনেতে (Pune) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ধারের আটজনকে পিষে দেয় একটি গাড়ি। আহত আরও চারজন। জানা গিয়েছে,এদিন দুর্ঘটনাটি ঘটে পুনের জেজুরি-মরগাঁও রোডে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৭.৩০ নাগাদ রাস্তার পাশে একটি গাড়ি থেকে ফ্রিজ নামাচ্ছিলেন শ্রীরাম ধাবার মালিক সোমনাথ রামচন্দ্র ভাইসে। তখনই পিছন থেকে এসে ধাক্কা মারে একটি সুইফট ডিজায়ার।

পুনেতে ফের হিট অ্যান্ড রান, ৮ জনকে পিষে দিল গাড়ি

তীব্র গতিতে এসে ধাক্কা মারে গাড়িটি। এই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন মহিলা এবং দুই শিশু-সহ চার জন আহত হন। চারজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মৃতদেহগুলি জেজুরি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই সময়ই এই ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে দুমড়েমুচড়ে যায় বাড়িটি। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জনকে পিষে দিল গাড়ি, আহত আরও ৪ জন