নয়াদিল্লি: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport - IGI) আজ সকালে বোমার হুমকির কল (Bomb Threat Call) আসে। স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করে, কর্তৃপক্ষ তদন্ত পরিচালনা করে জানতে পারে যে কলটি প্রতারণা ছিল। কর্তৃপক্ষ ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। আরও পড়ুন: Visakhapatnam : বিশাখাপত্তনমে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
পুলিশের ডেপুটি কমিশনার ঊষা রঙ্গনানি জানান, সকাল ৫:১৫ নাগাদ কলটি আসে, তবে তদন্তে মিথ্যা হুমকি বলে প্রমাণিত হয়েছে।
দেখুন
The Indira Gandhi International Airport in New Delhi received a bomb threat call, leading to an investigation by the authorities.https://t.co/6QodwVwWrv
— The Times Of India (@timesofindia) February 27, 2024