নয়াদিল্লিঃ কর্মক্ষেত্রে জাত তুলে হেনস্থার। বিস্ফোরক অভিযোগ প্রথম সারির বিমান সংস্থার (Airlines)এক আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ করেছেন ওই বিমান সংস্থারই এক ট্রেনি পাইলট। সিনিয়রদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। জানা গিয়েছে, বিমানসংস্থা ইন্ডিগোর (IndiGo)গুরুগ্রামের অফিসে এই ঘটনা ঘটেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত অফিসারদের নাম তাপস দে, মণীশ সাহানি এবং ক্যাপ্টেন রাহুল পাতিল।
ইন্ডিগোর সিনিয়র পাইলটদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অভিযোগ, গত ২৮ এপ্রিল গ্রুরুগ্রামের অফিসেই অপমান করা হয় ওই ট্রেনি পাইলটকে। তাঁর অভিযোগ, সিনিয়ররা তাঁকে বলেন, "তুমি প্লেন চালাবে? তার যোগ্য তুমি নও। বাড়ি গিয়ে জুতো সেলাই করো। আমাদের অফিস পাহারা দেওয়ারও যোগ্য নও তুমি।" শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে ওই ট্রেনি পাইলটকে মানসিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ। জাত তুলে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করা হয়, এমনকী জোর করে পদত্যাগ করানোরও চেষ্টা চালান ওই তিনজন সিনিয়র। দীর্ঘদিন ধরে এই মানসিক অত্যাচার চলতে থাকে। কর্মক্ষেত্রে রোজ এই ধরনের মানসিক অত্যাচারে আর সহ্য করে উঠতে পারছিলেন না ওই ট্রেনি পাইলট। অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই ট্রেনি পাইলট। ওই তিনজনের বিরুদ্ধে তফশিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচার প্রতিরোধ আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে।
কর্পোরেট অফিসে জাতপাত তুলে হেনস্থা, সিনিয়রদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ ইন্ডিগোর ট্রেনি পাইলট
IndiGo trainee pilot says 3 seniors used casteist slurs against him, told him to ‘go stitch slippers’
Sushil Manav @sushilmanav reports for ThePrinthttps://t.co/AzvpZXrIMY
— ThePrintIndia (@ThePrintIndia) June 23, 2025