নয়াদিল্লিঃ সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান(Iran)। কাতারে (Qatar) ইরানি হামলার পরই মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপে বিমান পরিষেবা স্থগিত রাখে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর মতো বেশকিছু বিমান সংস্থা। এমনকি কাতার, দোহাগামী বিমান বাতিল করে দেওয়া হয় কাতার এয়ারওয়েসের তরফেও। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ফের বিমান পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিমান সংস্থা ইন্ডিগো।
মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা চালু ইন্ডিগোর
মঙ্গলবার সকালে বিমান সংস্থা ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, "মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা আবার বিমান পরিষেবা চালু করছি। তবে পরিস্থিতির দিকে আমাদের পূর্ণ নজর থাকবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া আমাদেরএকমাত্র লক্ষ্য। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।" এদিন ভোরবেলা ইন্ডিগোর তরফে জানানো হয়, মঙ্গলবার দিনভর কাতার, দোহা, সারজা, দুবাই, বেহরিন, রিয়াদ, মাসকাট, দাম্মামগামী অন্তত এক হাজার বিমান বাতিল হতে পারে। উল্লেখ্য, রবিবার সরাসরি মধ্যপ্রাচ্যের অশান্তিতে এন্ট্রি নেয় আমেরিকা। ইরানের তিনটি পরমাণু ঘাঁটি উড়িয়ে দেয় মার্কিন সেনা। সোমবার রাতে কাতারের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এরপরই পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আঁচ পেয়ে ইরান-ইজরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের যুদ্ধবিরতির দাবিকে উড়িয়ে দিয়েছে ইরান।
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, খুলছে বিমানবন্দর, বিমান পরিষেবা চালু ইন্ডিগোর
IndiGo issues a travel advisory.
As airports across the Middle East gradually reopen, we are prudently and progressively resuming operations on these routes. We continue to monitor the situation closely and are fully considering the safest available flight paths to ensure… pic.twitter.com/Tg9tMjAace
— ANI (@ANI) June 24, 2025