ভারতের প্রথম ট্রান্সজেন্ডার দম্পতির (India's First Transgender Couple) কোল আলো করে এল তাঁদের প্রথম সন্তান। বুধবার কেরালার কোঝিকোরের একটি রাষ্ট্রীয় হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন জিয়া। দিন চারেক আগেই নিজেদের বাবা মা হওয়ার সুসংবাদ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন জিয়া (২১) এবং জাহাদ (২৩)। ভারতে এই প্রথম মা হলেন কোন পুরুষ।
সন্তানের জন্ম দিলেন এক রূপান্তরিত মহিলাঃ
A Keralite transgender couple, who recently announced their pregnancy, was blessed with a baby at a state-run hospital in Kozhikode on Wednesday, considered to be the first such case in the country. 2/n
— Feminism in India (@FeminismInIndia) February 8, 2023
জন্মসূত্রে জাহাদ একজন মহিলা হলেও অস্ত্রোপচার করে তিনি পুরুষ হন। অন্যদিকে জিয়া একজন পুরুষ, যে নিজেকে মহিলায় রূপান্তরিত করেছেন। বুধবার সন্তানের জন্ম দিলেন জিয়া। ভারতে এই প্রথম কোন রূপান্তরিত মহিলা মা হলেন।
View this post on Instagram