গঙ্গা তীরের বদলে নতুন বছরের প্রথম ডার্বি ব্রহ্মপুত্রের তীরে হলেও বদলাল না ডার্বির ফলাফল।আরও একবার মোহনবাগানের কাছে পরাজিত হল ইস্টবেঙ্গল। খেলাশুরুর মাত্র ১ মিনিট ৩৮ সেকেন্ডে আইএসএল ডার্বির ইতিহাসে দ্রুততম গোলটি করেন মোহনবাগানের জেমি ম্যাকলারেন। সেই ম্যাকলারেনের গোলে ১-০ ফলে ডার্বি জিতল মোহনবাগান।
#JamieMaclaren on the scoresheet again as @mohunbagansg edge past 10-man #EastBengalFC in the #KolkataDerby 🔥#MBSGEBFC #ISL #LetsFootball #MBSG
— Indian Super League (@IndSuperLeague) January 11, 2025
শুরুতে গোল হজম করে খানিকটা যেন হারিয়ে গেলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। এক গোলে পিছিয়ে পড়ার পর গোল শোধ করার জন্য যে আন্তরিক চেষ্টা, সেটা দেখা গেল না অস্কার ব্রুজোর ছেলেদের মধ্যে। গোটা ম্যাচে পরিষ্কার কোন গোলের সুযোগই সেভাবে তৈরিও করতে পারেনি লাল-হলুদ শিবির। অন্তত প্রথমার্ধে চেষ্টার অভাব পরিষ্কার চোখে পড়ল। দ্বিতীয় অর্ধে মাথা গরম করে লাল কার্ড দেখেন ইস্টবেঙ্গলের অভিজ্ঞ ফুটবলার শৌভিক চক্রবর্তী। ১০ জন হয়ে যাওয়া ইস্টবেঙ্গলকে আর কোন গোল দিতে পারেনি সবুজ মেরুন বিগ্রেড। যে হতাশা ফুটে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা এবং গোলদাতা জেমির গলায়। প্রথম ডার্বির পর দ্বিতীয় ডার্বিতেও জালে বল জড়ানো ডার্বির নায়ক জেমি জানান, “তিন পয়েন্ট এসেছে, ঠিক আছে । কিন্তু আমরা আরও ব্যবধান বাড়াতে পারতাম । ইস্টবেঙ্গল দশ জনে হয়ে যাওয়ার পরেও আমরা সমান দাপট দেখাতে পারিনি । কিছুটা তো হতাশ ।”
কলকাতা সবুজ মেরুন 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/HcVnnGZEil
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) January 11, 2025
শনিবাসরীয় ডার্বিতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে বিশেষ পার্থক্য ছিল না। তবে রক্ষণের শক্তিতে কিছুটা এগিয়ে ছিল মোলিনার ছেলেরা। ১৫ ম্যাচে আটটিতে গোল না-খেয়ে শেষ করেছে মোহনবাগান, যা কোনও দলের মধ্যে সর্বোচ্চ। ডার্বিতেও সেই ধারা বজায় থাকল। যার ফলে মোহনবাগানের টিমগেম এবং জেতার অভ্যাস তাদের আবারও জিতিয়ে দিল।