নয়াদিল্লি: ভারতীয়ের হৃদয়ে নতুন জীবন পেলো পাকিস্তানের কিশোরী (Pakistani Teenager)। উনিশ বছর বয়সী আয়েশা রাশান হৃদরোগে ভুগছিলেন। পাকিস্তানের করাচির কিশোরী আয়েশার হার্টের (Heart) পাম্প ফুটো হয়ে গিয়েছিল। ২০১৪ সালে তাঁর হার্টে পাম্প বসানো হয় কিন্তু দুর্ভাগ্যবশত সেটি কার্যকর হয়নি। ডাক্তাররা তাঁর জীবন বাঁচানোর জন্য একটি হার্ট ট্রান্সপ্ল্যান্টের সুপারিশ করেন।
আরও পড়ুন: Kenya Flood: কেনিয়ায় বন্যায় কমপক্ষে ৩৮ জনের মৃত্যু, জলের তলায় রাজধানী নাইরোবি (দেখুন ভিডিও)
আয়েশা রাশানের পরিবার চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালে পরামর্শ চেয়েছিল। মেডিকেল টিম পরামর্শ দিয়েছিল তাঁর হার্ট ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। অবশেষে ৬৯ বছর বয়সী ভারতীয় এক ব্যক্তির হার্ট আয়েশার শরীরে বসানো হয়। নতুন জীবন পেয়ে আপ্লুত আয়েশা ও তাঁর পরিবার।