মণিপুর: কয়েকমাস ধরেই উত্তপ্ত মণিপুর। স্বজন, প্রিয় জিনিষ হারানোর পাশাপাশি অনেকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। ভয়ে, আতঙ্কে দিন কাটছে সেখানকার মানুষের।মনিপুরেরে ভারতীয় দলের ফুটবলার চিংলেনসানা সিংয়ের (Indian footballer Chinglensana Singh) পরিবারও রেহাই পাননি এই ঘটনায়। গত ৩ মে রাজ্যে যে সহিংসতা শুরু হয়েছিল তাতে তিনি প্রায় সবকিছু হারিয়েছেন। চিংলেনসান পিটিআই-কে জানান, তিনি কোঝিকোড়ে মোহনবাগানের বিরুদ্ধে AFS কাপ প্লে-অফে (এশিয়ান মহাদেশীয় টুর্নামেন্ট) হায়দরাবাদ এফসি-এর প্রতিনিধিত্ব করছিলেন। ম্যাচ খেলে উঠেই দুঃসংবাদটা পান।
আরও পড়ুন : Manipur Discussion :মণিপুর ইস্যুতে আলোচনা চাই সরকার, রাজ্যসভায় জানালেন পীযূষ গোয়েল
চিংলেনসানা সংবাদ সংস্থা পিটিআই-কে জনিয়েছেন, "আমার বাড়ি মণিপুরের চুরাচাঁদপুরে। মণিপুরের হিংসা আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। চুরাচাঁদপুরে আমি একটা ফুটবল মাঠ ও অ্যাকাডেমি বানিয়েছিলাম, সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে।"
ঘটনায় তাঁর পরিবার প্রাণে রক্ষা পান, তাঁরা একটা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তবে স্থানীয় ফুটবলারদের সাহায্য করতে চিংলেনসানা অনেক স্বপ্ন নিয়ে একটি মাঠ ও অ্যাকাডেমি বানিয়েছিলেন, এই হিংসার ঘটনায় তা সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। এই ঘটনায় তাঁর স্বপ্ন ভেঙেছে। চিংলেনসানা এখন তাঁর পরিবারের পাশে ফিরতে পেরে স্বস্তিবোধ করছেন। এই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নতুন করে শুরু করার পথ খুঁজছেন।
দেখুন টুইট
मणिपुर हिंसा में भारतीय फुटबॉलर चिंगलेनसाना सिंह का घर जला
◆ जिंदगी भर की कमाई गंवाई, अब राहत केंद्र में है परिवार
Manipur | #Manipur | Chinglensana Singh | #ChinglensanaSingh pic.twitter.com/5xGrLPjj7k
— News24 (@news24tvchannel) July 31, 2023