(Photo Credits: ANI)

মণিপুর ইস্যুতে আলোচনা চেয়ে বাদল অধিবেশনে বিতর্ক এবং সেই বিতর্ক থেকে অধিবেশন বাতিলও হয়েছে বহুবার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এই ইস্যুকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে তোপও দাগেন বিরোধীরা। বিরোধীদের প্রতিনিধি দলও মণিপুর ঘুরে আসেন এবং সেখানকার মানুষের দুর্দশার চিত্র দেখেন।

তবে এবার  মণিপুর ইস্যুতে আলোচনায় সাড়া দিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় হাউজ লিডার পীযুষ গোয়েলের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার বেলা ২ ঘটিকায় মণিপুর ইস্যুতে আলোচনা করবেন তাঁরা। তবে তাঁর অভিযোগ, সাংসদরা (বিরোধীরা) ক্ষমতার অপব্যবহার করছেন সরকার মণিপুর নিয়ে আলোচনা করতে চায়।কিন্তি বিরোধীরা ৯ দিন শুধুশুধু নষ।্ট করে দিলেন বলে অভিযোগ পীযূষ গোয়েলের।

বিগত ১০ দিন ধরে বাদল অধিবেশনে মণিপুর নিয়ে আলোচনা চেয়ে রীতিমতো উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সংসদে। তবে কোনভাবেই সমাধানের সূত্র বেরোয়নি। তবে এবার শুধু মণিপুর নয় এর পাশাপাশি অনাস্থা নিয়েও আলোচনা চেয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি জানান, যে অন্যান্য বিষয়ে আলোচনার পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে আনা অনাস্থা প্রস্তাব নিয়েও আলোচনা হোক সংসদে।নারী নির্যাতন ইস্যুতে বাংলা ও বিহারের ওপরেও আলোচনা হলে তাতেও আলোচনায় রাজি রয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।