India vs Pakistan Asia Cup Final. (Photo Credits:X)

India vs Pakistan Asia Cup Final 2025: প্রথমবার পাকিস্তানকে ফাইনালে হারিয়ে এশিয়া কাপ জিততে হলে ভারতকে রান সফলভাবে তাড়া করতে হবে। রবিবার দুবাইয়ে ফাইনালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিনও দুই দলের অধিনায়করা হাত মেলালেন না। চোটের কারণে ফাইনালে খেলতে পারছেন না তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গত শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক। তাঁর চোট না সারায় ফাইনালে রিঙ্কু সিং (Rinku Singh)-কে খেলাচ্ছে টিম ইন্ডিয়া। চলতি টুর্নামেন্টে এর আগের দুটি রবিবারও রান তাড়া করে জিতেছিল টিম ইন্ডিয়া। হার্দিক না থাকায় বোলিংয়ে ভারসাম্য হারাতে পারে টিম ইন্ডিয়া। নতুন বলে এবারের এশিয়া কাপের বুমরার সঙ্গে শুরু করছেন হার্দিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার দ্বিতীয় ওভারের প্রথম বল করার পরই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক। হার্দিক না থাকায় শিবম দুবেকে বোলিংয়ে আরও বেশি ব্যবহার করা হতে পারে। তবে দুবে কতটা বুমরাকে সাহায্য করতে পারবেন তা নিয়ে প্রশ্ন থাকছেই। অন্যদিকে, পুরো টুর্নামেন্ট ডাগ আউটে বসে থেকে, একেবারে ফাইনালে খেলার সুযোগ পাচ্ছেন কেকেআর তারকা রিঙ্কু সিং।

হার্দিক না থাকায় বুমরার ওপর চাপ বাড়বে, শিবম দুবেকে বল হাতে বেশি ব্যবহার করা হবে

সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টাই ম্যাচের পর সুপার ওভারে দুরন্ত বল করলেও আর্শদীপ সিংকে ফাইনালে খেলানো হচ্ছে না। স্পেশালিস্ট পেসারের পরিবর্তে অলরাউন্ডার-পেসার দুবের ওপরেই আস্থা রাখছেন অধিনায়ক সূর্যকুমার। ভারত তিন স্পিনার খেলছে- কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর সঙ্গে আছে স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেলও। পাকিস্তানের প্রথম একাদশ কোনও পরিবর্ত নেই।

ফাইনালে দুই দলের প্রথম একাদশ

ভারত- অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা।

পাকিস্তান- সাহিবাজাদা ফারহান, ফকহর জামান, সাইম আয়ুব, হুসেন তালাত, সলমন আলি আঘা (অধিনায়ক), মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, আব্রার আহমেদ।