বিরাট কোহলি। (Photo Credits: Getty Images)

বিশাখাপত্তনম, ২ অক্টোবর: গান্ধী জয়ন্তীতে শুরু হওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে টস করতে নেমেই আরও এক নজির ছুঁলেন বিরাট কোহলি। সৌরভ গাঙ্গুলির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি। দেশকে টেস্টে নেতৃত্ব দেওয়ার সংখ্যার বিচারে সৌরভের সমানসমান এখন অধিনায়ক বিরাট কোহলি। সৌরভ দেশকে ৪৯টি টেস্টে নেতৃত্ব দেন। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অধিনায়ক হিসাবে কোহলি ৪৯তম টেস্ট খেলতে নামলেন। দেশকে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেওয়ার পরিসংখ্যানের বিচারে কোহলির আগে এখন শুধু মহেন্দ্র সিং ধোনি (৬০টি টেস্ট)।

গত মাসে ক্যারিবিয়ান সফরে কোহলি টেস্টে দেশের সফলতম অধিনায়ক হওয়ার নজির গড়েছিলেন। বিরাট কোহলি দেশকে এখনও ৪৮টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২৮টি, ড্র ১০টি, হার ১০টি-তে।

এদিকে, আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ২১ হাজার রান করা থেকে আর মাত্র ২৮১ রান দূরে বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির রান এখন ২০,৭১৯। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত তিন টেস্টের সিরিজ খেলবে। ফলে এই সিরিজেই ২১ হাজার রানের মাইলস্টোন ছুঁতে পারেন কোহলি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে এক হাজার রান করার রেকর্ডেরও খুব সামনে কোহলি। আর ২৪২ রান করলেই কোহলি প্রোটিয়াদের বিরুদ্ধে এক হাজার রান করে ফেলবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে হাজার বা তার বেশি রান করার রেকর্ড আছে-সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেওয়াগের।