দিল্লি, ৬ সেপ্টেম্বর: ইন্ডিয়া বনাম ভারত বিতর্কে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া থকে ভারত, দেশের নাম বদলের বিতর্কে সবাইকে মুখ খুলতে হবে না। এ বিষয়ে যে মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে বলার জন্য, সেই সমস্ত দায়িত্বপ্রাপ্তরাই শুধু মুখ খুলবেন বলে জানান মোদী। শুধু তাই নয়, দেশের নাম বদল নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তাতে দায়িত্বপ্রাপ্তরাও যাতে অত্যন্ত সাবধানে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন প্রকাশ্যে, সে বিষয়েও পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবেই কথা বলুন। ইতিহাস নিয়ে চর্চা না করে সংবিধানে কী রয়েছে, সে বিষয়ে দৃষ্টিপাত করে বিতর্কিত বিষয় নিয়ে নিজেদের মতামত প্রকাশ করুন বলে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের মুখপাত্ররাই একমাত্র ইন্ডিয়া বনাম ভারত ইস্যুতে প্রকাশ্যে মুখ খুলবেন বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী মোদী।
তবে শুধু দেশের নাম বদলের বিতর্কের পাশাপাশি সনাতন ধর্ম বিতর্ক নিয়েও প্রত্যেককে পালটা জবাব দিতে হবে কিন্তু সতর্কভাবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমন পরামর্শও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত ডিএমকে নেতা উদয়ানিধি স্ট্যালিন সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করতেই তা নিয়ে হইচই শুরু হয়ে যায়। সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জেরে উদয়ানিধি স্ট্যালিনের প্রবল সমালোচনা শুরু করে বিজেপি। অন্যদিকে ডিএমকে নেতা সনাতন ধর্ম নিয়ে যে মন্তব্য করেছেন, তার সঙ্গে বিরোধীদের ইন্ডিয়া জোটের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানানো হয় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস-সহ বিরোধী দলগুলির তরফে।