মুম্বই: দীর্ঘ ২৮ বছর পর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার (Miss World Pageant) আয়োজক হিসেবে ভারতকে নির্বাচন করা হয়েছে। আয়োজকদের ঘোষণা অনুসারে ভারত ২৮ বছর বিরতির পর ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার (71st Miss World Pageant) আয়োজন করবে। অফিসিয়াল মিস ওয়ার্ল্ড পেজ এক্স হ্যান্ডেলে খবরটি শেয়ার করেছে। আরও পড়ুন: Ram Temple Pran Pratishtha: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে মহারাষ্ট্রে সরকারি ছুটির ঘোষণা
দেখুন
Chairman of Miss World, Julia Morley CBE stated "Excitement fills the air as we proudly announce India as the host country for Miss World. A celebration of beauty, diversity, and empowerment awaits. Get ready for a spectacular journey! 🇮🇳 #MissWorldIndia #BeautyWithAPurpose
— Miss World (@MissWorldLtd) January 19, 2024
উল্লেখ্য, ৭১তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল শুরু হবে ১৮ ফেব্রুয়ারি চলবে থেকে ৯ মার্চ পর্যন্ত। উৎসবটি নয়াদিল্লির ভারত মন্ডপম এবং মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার সহ একাধিক দর্শনীয় স্থান জুড়ে অনুষ্ঠিত হবে।