নয়া দিল্লি, ২৪ জুলাই: টানা ৩৩দিন ধরে ভারতে করোনা পজেটিভ হার ৩ শতাংশের নিচে থাকল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৯৭ জন। এর ফলে ভারতে মোট কোরনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৩ লক্ষ ছাড়িয়ে গেল। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯৭৭-এ নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের কারণে মারা গিয়েছেন ৫৪৬ জন। এর ফলে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ২০ হাজার ছাড়াল। আরও পড়ুন: করোনা বিধি ভাঙল পাকিস্তান, মাস্ক ছাড়াই টোকিও অলিম্পিকের আসরে খেলোয়াড়রা
গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৮৭ জন। এর ফলে দেশে করোনায় মোট সুস্থতা ৩ কোটি ৫ লক্ষ ছাড়াল। দেশে করোনায় সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত করোনা পরীক্ষার সংখ্যা ৪৪ কোটি ৪৫ লক্ষ ছাড়িয়েছে।
India reports 39,097 new #COVID19 cases, 35,087 recoveries, and 546 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 3,13,32,159
Total recoveries: 3,05,03,166
Active cases: 4,08,977
Death toll: 4,20,016
Total vaccination: 42,78,82,261 pic.twitter.com/wORH3svtQa
— ANI (@ANI) July 24, 2021
গতকাল, শুক্রবার দেশে ১৬ লক্ষ ৩২ হাজারটি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। করোনা থেকে বাঁচাতে পারে টিকা। দেশজুড়ে যুদ্ধকালীন ততপরতায় চলছে টিকাকরণের কাজ। দেশে এখনও পর্যন্ত ৪২ কোটি ৭৮ লক্ষ ৮২ হাজার জনকে অন্তত একবার টিকাকরণ করা হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।