ফওয়াদ খান ও আতিফ আসলাম (ছবিঃX)

নয়াদিল্লিঃ তুলে নেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা (Ban)। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যে মতবদল। ফের বন্ধ হয়ে গেল পাক খ্যাতনামীদের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট (Social Media Accounts)। উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হানা (Pahalgam Terror Attack) ও অপারেশন সিঁদুর (Operation Sindoor) আবহে যখন তলানিতে ঠেকেছিল ভারত-পাক সম্পর্ক তখন ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে পাকিস্তানি অভিনেতা, ক্রীড়াবিদ ও নেতাদের অ্যাকাউন্টকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল ভারত সরকার। নিষিদ্ধ তালিকায় ছিল বেশ কয়েকটি প্রথম সারির সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল। বর্তমানে ভারত-পাক সম্পর্কে নতুন করে কোনও উত্তেজনার না ছড়ানোয় এই নিষেধাজ্ঞা শিথিলের পথে হেঁটেছিল কেন্দ্র। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল ছবি।

ফের চেনাপথে হাঁটল কেন্দ্র, ভারতে ফের নিষিদ্ধ পাক তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে ফের পাক ক্রিকেটার শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি, অভিনেতা ফওয়াদ খান, গায়ক আতিফ আসলামের মতো পাক তারকাদের ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্ট ভারতে ‘ব্লক’ করে দেওয়া হয়েছে। যদিও অ্যাকাউন্টগুলি সক্রিয় রয়েছে।তাতে ক্লিক করলে একটি লেখা ভেসে উঠছে স্ক্রিনে। তাতে লেখা, "আইনি দাবিতে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ রয়েছে।" যদিও এই পাক অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনর্বহাল হওয়ার বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

নিষেধাজ্ঞা সরলেও ২৪ ঘণ্টাতেই মতবদল, ফের ভারতে বন্ধ হল পাক খ্যাতনামীদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল