Amazon, Netflix, Facebook (Photo Credits: Wikipedia and wikimedia commons)

বিগত কয়েকদিনে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কয়েকগুন বেড়েছে। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকেই যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে দুই দেশের মধ্যে। এই অবস্থায় ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে পাকিস্তানি বিনোদনমূলক সমস্ত গান বা ভিডিয়ো ওটিটি প্লাটফর্মগুলিকে সড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসলে ভারতের একাধিক ওটিটি প্লাটফর্ম ও স্ট্রিমিং প্লাটফর্মে এতদিন পাকিস্তানের জনপ্রিয় সিনেমা, ওয়েব সিরিজ, পডকাস্ট ও অনান্য স্ট্রিমিং কনটেন্ট দেখানো হত। এবার জাতীয় নিরাপত্তার স্বার্থে সেগুলির সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হল।

পাকিস্তানি বিনোদনমূল কনটেন্ট সম্প্রচার বন্ধের নির্দেশ দিল ভারত

সেক্ষেত্রে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো সাবস্ক্রিপশন বেসড ওটিটি প্লাটফর্ম যেমন রয়েছে, তেমন আবার ইউটিউবের মতো ফ্রি সাইট বা মধ্যস্থতাকারী প্লাটফর্মও রয়েছে। সেই সমস্ত্ অ্যাপগুলির উদ্দেশ্যে বৃহস্পতিবারই নির্দেশিকা জারি করল কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এমনকী পাকিস্তানি গানকেও নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে।

পাক তারকাদের ভারত বিরোধী মন্তব্য

এদিকে ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির মধ্যে যাঁদের মুখে পহেলগাম হামলা নিয়ে কোনও মন্তব্য বেরোয়নি, সেই সমস্ত পাক শিল্পী অপারেশন সিঁদুর নিয়ে ভারতকে আক্রমণ করা শুরু করেছে। মাহিরা খান, ফাওয়াদ থান, আলি জাফার, হানিয়া আনসারির মতো তারকারা এখন পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে।