Indian Economy Photo Credit: twitter@latestly

নয়াদিল্লিঃ বিশাল গতিতে ছুটছে ভারতীয় অর্থনীতি (Indian Economy)। এবার জাপানকে (Japan) টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে জায়গা করে নিল ভারত (India)। শনিবার এমনটাই জানালেন ন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম। এদিন নীতি আয়োগের দশম গভার্নিং কাউন্সিলের বৈঠক শেষে সুব্রহ্মণ্যম বলেন, " ভারতের অর্থনৈতিক পরিবেশ পূর্বের তুলনায় ইতিবাচক। বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতেঁ দাঁড়িয়ে আমরা।" সেই সঙ্গেই তিনি জানান, অর্থনীতিতে জাপানকেও টপকে গিয়েছে ভারত।

অর্থনীতির দৌড়ে জাপানকে পিছনে ফেলল ভারত

এই বিষয়ে সুব্রহ্মণ্যম বলেন, "এখন ভারতের থেকে শুধুমাত্র আমেরিকা, চিন ও জার্মানি অর্থনীতিতে বড়। যদি আমরা পরিকল্পনামাফিক চলি, তবে আগামী আড়াই-তিন বছরে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ইতিমধ্যেই অর্থনীতির দৌড়ে জাপানকে পিছনে ফেলে এসেছে ভারত।" উল্লেখ্য, মার্কিন শুল্কের কারণে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে অস্থিরতা চলছে তার মাঝে ভারতের এই সাফল্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামীতে ভারতীয় অর্থনীতি আরও উপরের দিকে উঠবে বলে দাবি বিশ্বব্যাঙ্ক, আইএমএফ এবং বেশ কয়েকটি বৈশ্বিক সংস্থার।

ঝড়ের গতিতে উন্নতি, জাপানকে পিছনে ফেলে অর্থনীতির দৌড়ে চতুর্থ স্থান অধিকার ভারতের