Justin Trudeau, S Jaishankar (Photo Credit: Instagram)

দিল্লি, ২৬ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনে ভারত যোগের যে দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে তার জবাব দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।  নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি শুরু হয়েছে, সেখানেই কানাডার প্রধানমন্ত্রীর অহেতুক দাবির পালটা জবাব দেবেন ভারতের বিদেশমন্ত্রী। গত জুনে কানাডার সুরেতে খুন হয় পাকিস্তানি সেনার হাতে প্রশিক্ষিত খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর।  খালিস্তানি জঙ্গি খুনের কায়েক মাসের মধ্যে এ বিষয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।   নিজ্জর খুনে ভারত যোগ রয়েছেন, এমন তথ্য প্রমাণ কানাডা প্রকাশ্যে আনুক বলে দাবি করে দিল্লি।   তবে কোনও তথ্য প্রমাণ উপযুক্তভাবে পেশ করতে পারেননি ট্রুডো।  আন্দাজের ভিত্তিতে তিনি নিজ্জর খুনে ভারত যোগের দাবি করে হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন অভিযোগ।

কানাডা আইন স্বীকৃতভাবে তথ্য প্রমাণ প্রকাশ করুক বলে দিল্লির তরফে দাবি করা হলেও, সে বিষয়ে উচ্চবাচ্য নেই ট্রুডোর।  তবে কানাডায় যে শিখ রাজনীতির জোরে তখত দখল করেন ট্রুডো, সেই ভিত্তি খোয়াতে চাননা বলেই বারতের বিরুদ্ধে তিনি সুর চড়াচ্ছেন ক্রমাগত।

কানাডার তখত দখলে শিখ রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।  যে শিখ সম্প্রদায়ের উপর কার্যত অনেকটা ভরসা করে ট্রুডো ক্ষমতা দখল করেন, সেই জনভিত্তি তিনি হারাতে চান না।  যে বিষয়ে আগেই ইঙ্গিত করা হয় দিল্লির তরফে।  খালিস্তানি জঙ্গি খুন ইস্যুতে ট্রুডো ভারতের বিরুদ্ধে যে অভিযোগ করছেন, তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয় দিল্লির তরফে।