INDIA Alliance Maha Rally: 'গণতন্ত্র বাঁচাও' ডাক দিয়ে দিল্লির রাস্তায় ইন্ডিয়া জোট, যানজট এড়াতে রাজধানীর কোন কোন পথ থেকে দূরে থাকবেন
INDIA Alliance Maha Rally (Photo Credits: X)

নয়া দিল্লি, ৩১ মার্চঃ লোকসভার মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ছন্নছাড়া ইন্ডিয়া জোটের শরিক দলগুলোকে ফের একজোট করেছে। আসন রফা নিয়ে একপ্রকর দূরত্ব তৈরি হয়েছিল শীর্ষ শরিকদের মধ্যে। তবে এবার মোদী সরকারের 'স্বৈরতন্ত্র' শাসনের বিরুদ্ধে 'গণতন্ত্র বাঁচাও' মিছিলের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট (INDIA Alliance Maha Rally)। রবিবার রাজধানীর রামলীলা ময়দান থেকে শুরু হবে বিরোধীদের এই 'মহা র‍্যালি' (Maha Rally)। হাঁটবেন আপ আহ্বায়কের স্ত্রী সুনিতা কেজরিওয়ালও। আম আদমি পার্টির পাশাপাশি মিছিলে থাকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, বিহারের তেজস্বী যাদব প্রমুখরা। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুখ আবদুল্লাও রবিবারের মিছিলে থাকবেন।

রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ইন্ডিয়া জোটের মহা জনসমাবেশ (INDIA Alliance Maha Rally)। যা চলবে দুপুর ৩টে পর্যন্ত। মিছিলে সমর্থকদের জনজোয়ারে ব্যহত হতে পারে যান চলাচল। রবিবার ছুটির দিন। বন্ধ স্কুল, কলেজ, অফিস। তা সত্ত্বেও সাধারণ মানুষয়ের যাতায়াত অব্যাহত। মিছিলের জেরে ছুটির দিনে সকাল থেকে দুপুর অবধি রাস্তায় ভোগান্তির মুখোমুখি হতে পারেন আম জনতা। এদিন রাজধানীর কোন কোন রাস্তাগুলো এড়িয়ে চলবেন, দেখে নিন এক ঝলকে...

রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কারণে দিল্লির বারাখাম্বা রোড থেকে গুরু নানক চক হয়ে রঞ্জিত সিং ফ্লাইওভারে যান চলাচল সীমিত হতে পারে। এড়িয়ে চলতে হবে মিন্টো রোড থেকে কমলা মার্কেট গোলচত্বর এবং হামদর্দ চক হয়ে বিবেকানন্দ মার্গ। এছাড়া দিল্লি গেট থেকে গুরু নানক চক এবং আজমেরি গেট। কমলা মার্কেট গোলচত্বর থেকে গুরু নানক চক। এবং ভিআইপি গেটের কাছে চমন লাল মার্গ, গুরু নানক চক থেকে তুর্কমান গেট। এদিন সকাল ১০টা থেকে দুপুর ৩তে পর্যন্ত এই রাস্তা গুলো এগিয়ে চললে ছুটির দিনে কাজে বেরিয়ে ভোগান্তির মুখে পড়তে হবে না।