হরিয়ানায় (Haryana) প্রথম দিকে পিছিয়ে ছিল বিজেপি। পোস্টাল ব্যালটে এগিয়ে ছিল কংগ্রেস। কিন্তু দিন যত গড়াল ততই ব্যাকফুটে চলে যেতে থাকল কংগ্রেস। কৃষি বিল ইস্যু, মহিলাদের টাকা দেওয়ার ঘোষণা, যুব সমাজকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, কোনওকিছুতে মানুষের ভরসা ফিরল না রাহুলদের ওপর। আবারও হরিয়ানার মানুষ ভরসা রাখতে চলেছে বিজেপির ওপর। দলীয় কোন্দল, সাইনি বনাম খট্টর শিবিরের দ্বন্দ্ব বা কংগ্রেসের দল ভাঙানোর পরিকল্পনা, কোনওকিছুতেই হারানো গেল না বিজেপিকে। উল্টে আগের বারের থেকে কিছুটা আসন কমতে পারে কংগ্রেসের, এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে বিজেপি এবার গতবারের থেকেও বেশি আসনে জিততে পারে হরিয়ানাতে। কার্যত একক সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা রয়েছে বিজেপির।
গতবার জেজেপির সঙ্গে জোট করে হরিয়ানায় জিতেছিল বিজেপি। পরে কৃষি বিল নিয়ে মতবিরোধ হওয়ায় চৌতালার সঙ্গে জোট ভাঙে। তারপর থেকেই এককভাবে সরকার চালাচ্ছিল বিজেপি। এই নির্বাচনে বড় বড় রাজনৈতিক বোদ্ধারা বুথফেরত সমীক্ষায় বিজেপিকে ব্যাকফুটে রেখেছিল। জয়ের দিবাস্বপ্ন দেখতে শুরু করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi), ভুপিন্দর সিং হুডারা (Bhupinder Singh Hooda)। কিন্তু বেলা গড়াতেই হরিয়ানায় উজ্জ্বল হয়ে উঠল গেরুয়া রং। বিজেপি এখনও পর্যন্ত এগিয়ে ৫১টি আসনে, যারমধ্যে ১৩টি আসনে জয় পেয়ে গিয়েছেন প্রার্থীরা। জয়ী হয়েছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি (Nayab Singh Saini)।
#WATCH | #HaryanaElection Haryana CM Nayab Singh Saini says "I want to thank the people of Ladwa and the 2.80 crore population of Haryana. The credit for this victory goes to PM Modi. The people of Haryana have put a stamp on the policies of PM Modi..." pic.twitter.com/2CzsZ6JW9P
— ANI (@ANI) October 8, 2024
জয়ী ঘোষণা হওয়ার পর সাইনি বলেন, "লাডওয়া কেন্দ্র ও হরিয়ানা ২.৮০ কোটি মানুষকে অসংখ্য ধন্যবাদ এই জয়ের জন্য। এর কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মানুষ মোদী সরকারকেই ভরসা করে। আর তার উত্তর আমরা নির্বাচনের ফলাফলে মাধ্যমেই বুঝতে পারছি"।