প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

হায়দরাবাদ, ২৪ ফেব্রুয়ারিঃ টেলিভিশন চ্যানেলের সঞ্চালককে অপহরণ করার অভিযোগে হায়দরাবাদের (Hyderabad) এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ওই সঞ্চালককে 'স্টক' করছিলেন যুবতী। এরপর লোক ভাড়া করে রাতারাতি সঞ্চালককে অপহরণ করান তিনি। অপহরণের পর যুবককে নিজের অফিসে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহের অভিযোগও উঠেছে ওই মহিলার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, পেশায় ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসায়ী ওই মহিলার নাম তৃষ্ণা (৩১)। দু বছর আগেই এক ম্যাট্রিমনি সাইটে হায়দরাবাদের টিভি সঞ্চালক প্রণব সিসলাকে প্রথম দেখেন তিনি। এরপর বহু খোঁজাখুঁজির পরে প্রণবের ফোন নম্বর জোগাড় করে তাঁকে মেসেজ করেন। তখন তরুণীকে প্রণব জানান, ম্যাট্রিমনি সাইটে তাঁর ছবি ব্যবহার করে কেউ ওই প্রোফাইলটি বানিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তিনি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগও দায়ের করেছেন। তবে নাছোড়বান্দা তৃষ্ণা। সমস্ত কিছু জানার পরেও তিনি প্রণবকে বিয়ে করতে চেয়ে উঠে পড়ে লাগেন। সঞ্চালককে ক্রমাগত মেসেজ করতে থাকেন। বিরক্ত হয়ে যুবতীর নম্বর ব্লক করে দেন প্রণব।

যোগাযোগ করতে না পেরে তৃষ্ণার মাথায় প্রণবকে অপহরণ করার ভূত চাপে। সেই মত পরিকল্পনা শুরু করেন যুবতী। অপহরণের জন্যে চারজন লোককে নিযুক্ত করেন তিনি। সঞ্চালকের গতিবিধির উপর নজর রাখার জন্য তাঁর গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইসও বসানো হয়। পরিকল্পনা মাফিক ১১ ফেব্রুয়ারি প্রণবকে অপহরণ করেন ওই চার জন ব্যক্তি। তাঁকে নিয়ে যাওয়া হয় তৃষ্ণার অফিসে। সেখানে যুবতীর শারীরিক নিগ্রহের শিকার হন সঞ্চালক। যোগাযোগ রাখা সহ একাধিক শর্তে যুবককে ছেড়ে দেন মহিলা।

ছাড়া পেয়ে সোজা থানার দারস্ত হন হায়দরাবাদের টিভি সঞ্চালক প্রণব। দণ্ডবিধির অধীনে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। যে চারজনকে দিয়ে অপহরণ করানো হয় পুলিশ তাঁদেরও গ্রেফতার করেছে।