Telangana: ভোটমুখী তেলাঙ্গানায় হায়দরাবাদের নাম বদল নিয়ে ফের মন্তব্য বেজেপির, দেখুন
Telangana BJP president G Kishan Reddy (Photo Credit: X)

যোগী আদিত্যনাথ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পর এবার তেলাঙ্গানার বিজেপি সভাপতি জি কিষাণ রেড্ডি একই কথা বললেন, দল ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম বদলে 'ভাগ্যনগর' করা হবে।’ বিধানসভা ভোটের আগে হায়দরাবাদের (Hyderabad) নাম পরিবর্তন নিয়ে ফের মন্তব্য বিজেপির। সোমবার রেড্ডি বলেন, মাদ্রাজ, বোম্বে এবং কলকাতার মতো শহরের নাম পরিবর্তন করা হয়েছে। আরও বলেন, ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই বলেছেন, তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম পরিবর্তন করে 'ভাগ্যনগর' রাখা হবে।

তিনি আরও বলেন,  ‘মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই করা হয়েছে, কলিকাতার নাম পরিবর্তন করে করা হয়েছে কলকাতা, বোম্বাইয়ের নাম পরিবর্তন করে মুম্বই করা হয়েছে, আমরা রাজপথের নাম পরিবর্তন করে কর্তব্য পথ রেখেছি। তাহলে, হায়দরাবাদের নাম পরিবর্তন করা হবে না কেন? হায়দার কে? আমাদের কি হায়দারের নাম দরকার? হায়দার কোথা থেকে এসেছে? আমি জিজ্ঞেস করছি কার হায়দার দরকার..., নিজাম শাসনাকালে এর নামকরণ করা হয়েছিল। আমরা ক্ষমতায় এলে এর নাম ভাগ্যনগর রাখব।’ ‘ভাগ্যনগরের আভিধানিক অর্থ ভাগ্যের শহর।

দেখুন