Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ তেলেঙ্গানার (Telangana)হায়দরাবাদে (Hyderabad) হাড়হিম করা ঘটনা। নিজের আড়াই বছরের শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। ব্যাগে ভরে দেহ ফেলা হয়েছিল নদীতে। সেখান থেকেউ উদ্ধার শিশুর দেহ। ইতিমধ্যেই গ্রেফতার অভিযুক্ত। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। অভিযুক্ত ব্যক্তি একজন সবজি বিক্রেতা। বয়স আনুমানিক ৩২। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল শিশুটি। স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা চলছিল তার। এই নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকত। গত ১৩ সেপ্টেম্বর বাড়ি থেকে আচমকা উধাও হয়ে যায় শিশুটি। তাকে এদিকওদিক খোঁজাখুঁজি শুরু করেন তিনি। শিশুর কোনও খোঁজ না পেয়ে সোজা পুলিশের দ্বারস্থ হন মা। এরপরই তদন্তে নেমে মুসি নদী থেকে উদ্ধার হয় শিশুর দেহ। এরপরই খতিয়ে দেখা হয় বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায় শনিবার হাতে একটি বড় ব্যাগ নিয়ে যাচ্ছে তরুণীর স্বামী। এরপরই তার উপর পুলিশের সন্দেহ বাড়ে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই অপরাধের কথা স্বীকার করে নেয় সে।

আড়াই বছরের শিশুকে খুন করে নদীতে ভাসাল বাবা