প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ দেশে ফের সাইবার প্রতারণার (Cyber Crime) ঘটনা। 'ডিজিটাল অ্যারেস্ট(Digital Arrest)'-এর শিকার হয়ে ক৬ লক্ষ টাকা খুইয়ে হার্ট অ্যাটাকে (Heart Attack) মৃত্যু ৭৬ বছরের মহিলা চিকিৎসকের(Lady Doctor)। মিথ্যা মামলায় ফাঁসিয়ে ভয় দেখিয়ে তাঁর থেকে টাকা আদায় করা হয় বলে অভিযোগ। চাপ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মৃত্যু বলে দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। মহিলা পেশায় চিকিৎসক ছিলেন। হায়দরাবাদের মালকপেট এলাকার একটি হাসপাতালের অবসরপ্রাপ্ত সিনিয়র রেসিডেন্ট মেডিক্যাল অফিসার ছিলেন তিনি। সম্প্রতি তাঁর মোবাইলে ফোনে একটি মেসেজ আসে। এরপর বেঙ্গালুরু পুলিশের আধিকারিকের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে জানান, মানব দেহ পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণে তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে বলেও দাবি করেন ওই ব্যক্তি। ভুয়ো নথি দেখিয়ে বিভিন্নভাবে ওই মহিলা চিকিৎসককে হুমকি দেওয়া হয়।

দেশে ফের সাইবার প্রতারণা, প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রায় ৭ লক্ষ টাকা খোয়ালের বৃদ্ধা

ক্রমাগত হুমকি পেয়ে আতঙ্কে দিন কাটে বৃদ্ধার। এরপর ভয়ে পেনশন অ্যাকাউন্ট থেকে ৬.৬০ লক্ষেরও বেশি টাকা প্রতারকদের অ্যাকাউন্টে ট্র্যান্সফার করেন ওই বৃদ্ধা। কিন্তু টাকা দেওয়ার পরও প্রতারকদের হাত থেকে নিস্তার পাননি তিনি। তাঁর উপর ক্রমাগত মানসিক নির্যাতন চালাতে থাকে প্রতারকেরা। মানসিক চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ওই বৃদ্ধার ছেলে জানান, মায়ের মৃত্যুর পরও প্রতারকেরা ফোন করে টাকা চান। ইতিমধ্যেই এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত বৃদ্ধার ছেলে। এই ঘটনায় নির্দিষ্ট মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

৬ লক্ষ টাকা খুইয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু মহিলা চিকিৎসকের