Hyderabad Ambulance Fire Video (Photo Credits: Twitter)

হায়দরাবাদ, ২৫ জুলাইঃ ডিভাইডারে গিয়ে ধাক্কা মারল অ্যাম্বুলেন্স। ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে অ্যাম্বুলেন্সে। আগুনে ঝলসে মৃত্যু হল চালকের। মঙ্গলবার সকালে হায়দরাবাদের (Hyderabad) বি এন রেড্ডি নগর ক্রসিংয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে বেসরাকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সটি। সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। অগ্নিদগ্ধ চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে জানান চিকিৎসক।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর জন্যে নয়া নিরাপত্তা উপদেষ্টা, পদে প্রাক্তন CBI কর্তা

অ্যাম্বুলেন্সে আগুন লাগার খবর যায় পুলিশে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে আস্ত অ্যাম্বুলেন্স (Hyderabad Ambulance Fire Video)।

দেখুন...

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানান, মৃত অ্যাম্বুলেন্স চালকের নাম মল্লেশ। বয়স ৩৫। এদিন সকালে এক রোগীকে হাসপাতাল থেকে বাড়িতে ছেড়ে ফিরছিল অ্যাম্বুলেন্সটি। পথে ডিভাইডারে ধাক্কা মারেতেই গাড়ির ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। নিমেষে আগুন জ্বলে ওঠে। অ্যাম্বুলেন্সে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। চালককে ভিতর থেকে বের করতে গিয়ে আহত হয়েছেন বেশ কিছুজন।