নয়াদিল্লিঃ মাত্রা ছাড়িয়েছে দূষণ। দিল্লির (Delhi) বাতাসের গুণমান 'মারাত্মক' বা 'সিভিয়ার'-এ পৌঁছেছে আগেই। এবার পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে জিআরএপি-৩ বা স্টেপ থ্রি কার্যকর করার নির্দেশ দিল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন।
সম্প্রতি দিল্লির য়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বাতাসের গুণমান ৪২৫-এর উপরে পৌঁছেছে। আর এরপরই কড়া ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। এই অবস্থায় পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে দিল্লিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ব গুরুত্বপূর্ণ না হলে সমস্ত রকম নির্মাণ ও ভাঙার কাজ নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্ল্যান্টের কাজও। সেই সিঙ্গে বিএস-৩ পেট্রোল এবং বিএস-৪ ডিজেলচালিত চার চাকার গাড়িগুলিকে দিল্লি এবং সংলগ্ন এনসিআর অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া ডিজেল জেনারেটর ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিতে বলা হয়েছে। যদিও মেট্রো, রেল, বিমানবন্দর, প্রতিরক্ষা, এবং স্বাস্থ্য পরিষেবা-সহ গুরুত্বপূর্ণ পরিষেবা চালু থাকছে।
দিল্লির বাতাসে বিষ, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত
Schools are still open in Delhi despite blasts and 700+ AQI air.
My sister has cough and sore throat, yet her school sent a low attendance warning saying she won’t get her hall ticket if she misses more days.
Why aren’t parents calling out schools?
Why isn’t the government… pic.twitter.com/JLOWgfKkGH
— aman (@satyawani_aman) November 11, 2025